Backup, recovery, and sync
Backup data
From passwords to bookmarks, discover ways to back up your important data.
কিভাবে ফায়ারফক্স সিঙ্ক সেটাপ করব?
আপনার বুকমার্ক, ব্রাউজিং ইতিহাস, পাসওয়ার্ড, এড-অন এবং ট্যাব ইত্যাদি অন্য Firefox এর সাথে সিঙ্ক্রোনাইজ করুন। এই নিবন্ধটি আপনাকে এ বিষয়ে সাহায্য করবে।
আপনার বুকমার্ক গুলোর ব্যাকআপ রাখতে বা তা স্থানান্তর করতে বুকমার্ক গুলো একটি HTML ফাইলে নেওয়া যায়
এই নিবন্ধটি বর্ননা করে কিভাবে আপনি আপনার বুকমার্কগুলো একটি HTML ফাইলে রপ্তানি করতে পারেন। এই ফাইলটি ব্যাবহার করে আপনি বুকমার্ক এর ব্যাকআপ রাখতে বা তা অন্য ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত করতে পারেন।
ব্যাকআপ থেকে বুকমার্কসগুলো পুনরুদ্ধার অথবা অন্য কম্পিউটারে স্থানান্তর
যেভাবে ফায়ারফক্স এর স্বয়ংক্রিয় ব্যাকআপ এবং নিজের ব্যাকআপ থেকে আপনার বুকমার্কগুলি পুনরুদ্ধার করুন এবং অন্য কম্পিউটারে বুকমার্ক সরাবেন টা জানতে নিবন্ধটি পড়ুন।
ফায়ারফক্স প্রোফাইলে তথ্য ব্যাকআপ ও পুনঃস্থাপন করুন
ফায়ারফক্স আপনার ব্যক্তিগত তথ্য এবং সেটিংস একটি প্রোফাইলে সংরক্ষণ করে রাখে। এই নিবন্ধটি কিভাবে এই জরুরী তথ্যগুলো ব্যাকআপ ও পুনঃস্থাপন করতে হয় তা বর্ণনা করবে।
ফায়ারফক্সে কি ধরণের তথ্য সিঙ্ক করবে তা কিভাবে নির্বাচন করব ?
Firefox সিঙ্কের মাধ্যমে আপনার সকল ডিভাইসে কি ধরণের তথ্য (বুকমার্ক, ইতিহাস, অ্যাড-অন এবং পাসওয়ার্ড) শেয়ার করবেন, সেটি আপনি কিভাবে নির্বাচন করবেন তা আমরা দেখাবো ।