আপনার Firefox Account টি ব্যবহার করে Pocket এ লগইন করে থাকলে, আপনি সেই একই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনার ফোন বা ট্যাবলেট এর Pocket অ্যাপেও লগইন করতে পারবেন।
সূচীপত্র
Firefox Account ব্যবহার করে Pocket অ্যাপে লগইন করা
- অ্যাপটি চালু করে Login ট্যাপ করুন।
- ট্যাপ করুন।
- আপনার Firefox Account এর ইমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড লিখুন।
Firefox Account ব্যবহার করে Pocket এ লগইন করা না গেলে যেভাবে লগইন করবেন
কিছু অ্যাপ Firefox Account ব্যবহার করে Pocket এ লগইন করার সুবিধাটি প্রদান করে না। এক্ষেত্রে Pocket এর জন্য একটি নির্দিষ্ট পাসওয়ার্ড তৈরি করে তা ব্যবহার করে আপনি Pocket এ লগইন করতে পারবেন:
- Pocket এর Forgot your username or password? পাতায় যান।
- আপনার Firefox Account এ ব্যবহার করা ইমেইল অ্যাড্রেসটি লিখে বাটনে ক্লিক করুন।
- আপনার ইমেইলে Pocket থেকে পাঠানো বার্তাটি চেক করুন এবং পাসওয়ার্ড নির্ধারণ করার জন্য প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করুন।
Pocket এ লগইন করতে সমস্যা হলে
আপনি Firefox এর গোপনীয়তা সেটিংস বৃদ্ধি করে থাকলে, Pocket বাটনে ক্লিক করার পর আপনি নিজেকে একটি লুপে আটকে ফেলতে পারেন। Pocket এ লগইন করা থাকা শর্তেও, কোন পেজ সংরক্ষণ করার সময় Pocket যদি আপনাকে আবারও লগইন করতে বলে তাহলে নিচের নির্দেশনাবলী অনুসরণ করে গোপনীয়তা সেটিংসে getpocket.com এর জন্য একটি ব্যতিক্রম নির্ধারণ করুন।
- "new fx menu" ছবি বিদ্যমান নয়। মেনু বাটনে ক্লিক করে OptionsPreferences ক্লিক করুন।
- Privacy প্যানেলে ক্লিক করুন।
- History এর নিচের ড্রপ-ডাউন তালিকা থেকে নির্বাচন করুন এবং Always use private browsing mode হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।
- বাটনে ক্লিক করুন।
- Address of website এর নিচের ঘরে getpocket.com লিখে বাটনে ক্লিক করুন।
- শেষ করতে বাটনে ক্লিক করুন।
Still need help?
If you've tried the steps above and you're still unable to sign in, send a message to our support team.
সহায়তায় যোগাযোগ করুন